নিজস্ব প্রতিবেদক:
আসছে কোরবানির ঈদের আগে পাঁচদিন, ঈদের দিন ও পরের তিনদিনসহ মোট নয়দিন গণপরিবহন বন্ধ থাকবে বলে জানিয়েছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। একই সঙ্গে ওই নয়দিন ফেরি চলাচলও বন্ধ থাকবে বলে জানান তিনি।
বুধবার (১৫ জুলাই) সচিবালয়ে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৈঠক শেষে এ কথা জানান মন্ত্রী। আর দুপুরে নৌ-পরিবহন মন্ত্রণালয় থেকে ফেরি বন্ধের নির্দেশনা দেওয়া হয়।
ঈদ-উল আজহা উপলক্ষে লঞ্চ, ফেরি, স্টিমার চলাচল ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণসহ কর্মপন্থা নির্ধারণের বিষয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ঈদের আগে পাঁচদিন, ঈদের দিন ও পরের তিনদিন গণপরিবহন ও ফেরি বন্ধ রাখার সিদ্ধান্তের আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি হবে। এই সময়ে শুধু নিত্যপণ্য ও পশুবাহী পরিবহন ফেরিতে পারাপার করা যাবে।
তিনি জানান, জরুরি সেবার আওতায় এই নির্দেশনায় শিথিলতা থাকবে।
তিনি বলেন, যারা ঈদে বাড়ি যেতে চান, তাদের ঈদের পাচঁদিন আগেই যেতে হবে। যারা আসতে চান, তাদের ঈদের তিনদিন পরেই আসতে হবে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে এসব নির্দেশনা মানা হচ্ছে কি-না তা কঠোরভাবে নজরদারির আওতায় রাখা হবে।
আসন্ন ঈদে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান নৌ-পরিবহন প্রতিমন্ত্রী।
সান নিউজ/সালি