জাতীয়

পদ্মা পাড়ে ইন্ডাস্ট্রিয়াল জোন গড়তে চাই

শফিক স্বপন, মাদারীপুর: পদ্মা সেতুর পাড়ে নির্মাণাধীন শেখ হাসিনা তাঁতপল্লীর নির্মাণকাজ পরিদর্শন করেছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর এমপি ও চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি। বৃহস্পতিবার (২৮ জুলাই) মাদারীপুরের শিবচর ও শরীয়তপুরের জাজিরা অংশে পরিদর্শন করেন তারা।

আরও পড়ুন: খুলনায় ৬ জনের মৃত্যুদণ্ড

এ সময় বস্ত্র ও পাট সচিব মোঃ আব্দুর রউফ,তাত বোর্ডের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম, বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক মোঃ নুরুজ্জামান, মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার মোঃ গোলাম মোস্তফা রাসেল, শিবচর পৌর মেয়র মোঃ আওলাদ হোসেন খান।

বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর এমপি বলেন, পদ্মা সেতুর সম্মুখভাগে গেটওয়েতে শেখ হাসিনা তাঁতপল্লী নির্মাণ হচ্ছে। আমরা দক্ষিণবঙ্গে ইন্ডাস্ট্রিয়াল জোন গড়তে চাই। পদ্মা সেতুর শুরুতেই যদি একটা ইন্ডাস্ট্রিয়াল জোন থাকে তাহলে বেসরকারি খাত দেখে উদ্বুদ্ধ হবে। সেতুর পাড়েই সরকারেরই যেহেতু এত বড় প্রকল্প রয়েছে সেটি দেখে উদ্যোক্তারা ভাববে নিশ্চয়ই এখানে পর্যাপ্ত সুযোগ সুবিধা রয়েছে ইন্ডাস্ট্রি করার জন্য। এখানে সহজেই পদ্মা সেতু ব্যবহারের সুযোগ রয়েছে। যেহেতু কোন ইন্ডাস্ট্রি নেই, সেহেতু এখানে পর্যাপ্ত সুযোগ রয়েছে।

আরও পড়ুন: ভিটে-মাটি বিক্রি করবেন না

বস্ত্র ও পাট মন্ত্রী আরও বলেন, পদ্মা সেতু হওয়ায় বেসরকারি খাত খুঁজবে কোথায় কম মুল্যে জমি পাওয়া যায়। বিদ্যুতের ঘাটতি নেই পর্যাপ্ত সুযোগ সুবিধা রয়েছে। তাঁত পল্লীর সুযোগ সুবিধা দেখে প্রাইভেট সেক্টর উদ্বুদ্ধ হবে।

গোলাম দস্তগীর এমপি তাঁত পল্লীতে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে কঠোর অবস্থান নেয়ায় স্থানীয় সংসদ সদস্য ও চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরীকে ধন্যবাদ জানিয়ে বলেন, চীফ হুইপ মহোদয়ের কঠোর ভূমিকার কারণেই এ প্রকল্পে গড়ে উঠা হাজারো অবৈধ স্থাপনা উচ্ছেদ সম্ভব হয়েছে। এতে সরকারের শত শত কোটি টাকা রক্ষা পেয়েছে। এ প্রকল্পের ব্যয় কমেছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা