সান নিউজ ডেস্ক : প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কে-টু জয় করেছেন ওয়াসফিয়া নাজরীন।
আরও পড়ুন: ডেপুটি স্পিকার ফজলে রাব্বী আর নেই
শুক্রবার (২২ জুলাই) বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানায়।
ওয়াসফিয়া নিজের ফেসবুক পেইজে গত ১৭ জুলাই রাতে বেইজ ক্যাম্প থেকে কে-টু চূড়ার উদ্দেশে যাত্রার কথা জানান। বিখ্যাত তিন পর্বতারোহী মিংমা তেনজি শেরপা, মিংমা ডেভিড শেরপা ও নির্মল পুরজা এ অভিযানের নেতৃত্ব দেন।
বিশ্বে আট হাজারি পর্বতশৃঙ্গ রয়েছে ১৪টি। এর মধ্যে উচ্চতায় প্রথমে রয়েছে এভারেস্ট- ৮৮৪৮ মিটার। তারপরই রয়েছে কে টু- ৮৬১১ মিটার। অনেক পর্বতারোহীর মতে এভারেস্টের চেয়েও দুর্গম কে-টু। ১৯৫৪ সাল থেকে মাত্র ৪২৫ জন এটির চূড়ায় উঠেছেন, যার মধ্যে ২০ জন নারী।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ম্যাজিস্ট্রেটের ওপর হামলা
এর আগে ওয়াসফিয়া দ্বিতীয় বাংলাদেশি নারী হিসেবে ২০১২ সালের ২৬ মে মাউন্ট এভারেস্ট জয় করেন। এরপর ২০১৫ সালের মধ্যে বাংলাদেশের প্রথম পর্বতারোহী হিসেবে সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ পর্বতশৃঙ্গও জয় করেন তিনি।
সান নিউজ/এফএ