সান নিউজ ডেস্ক : এবারের ঈদুল আজহায় দেশের বিভিন্ন প্রান্তে ৩১৯টি সড়ক দুর্ঘটনায় ৩৯৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৯৬০ জন।
আরও পড়ুন: কারাগারে দাঙ্গায় ১৩ বন্দির প্রাণহানি
মঙ্গলবার (১৯ জুলাই) বেলা সাড়ে ১১ টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।
তিনি জানান, সড়ক, রেল ও নৌপথে মোট দুর্ঘটনা ঘটেছে ৩৫৪টি। মোট মৃত্যু হয়েছে ৪৪০ জনের এবং আহত হয়েছেন ৭৯১ জন।
আরও পড়ুন: ফের পেছালো হত্যা মামলার প্রতিবেদন
তিনি আরও জানান, ১১৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৩১ জন নিহত হয়েছেন। যা মোট সড়ক দুর্ঘটনায় নিহত মানুষের ৩৫ দশমিক ৪২ শতাংশ।
ঈদুল আজহায় ৩ থেকে ১৭ জুলাই পর্যন্ত ১৫ দিনের এ দুর্ঘটনার চিত্র তুলে ধরা হয়।
সান নিউজ/এফএ