সান নিউজ ডেস্ক : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ নিরপেক্ষ ও স্বচ্ছ করার আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুআর। তিনি বাংলাদেশের আগামী নির্বাচন কেমন হবে তা দেখার আগ্রহ প্রকাশ করেছেন।
আরও পড়ুন: দেখিয়ে দিয়েছি আমরাই পারি
রোববার (২৬ জুন) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জেরেমি ব্রুআর। সাক্ষাৎ শেষে গণমাধ্যমকর্মীদের এসব তথ্য জানান সিইসি।
সিইসি বলেন, আলোচনা তেমন কিছুই না, তিনি সৌজন্য সাক্ষাতে এসেছিলেন। এ সময় তিনি তাদের দেশের নির্বাচন পদ্ধতি সম্পর্কে বলেন। আমি সব শুনেছি; আমাদের নির্বাচন সম্পর্কেও তার স্পষ্ট ধারণা রয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে, আমাদের জাতীয় সংসদ নির্বাচন সুন্দর হবে।
তিনি বলেন, অস্ট্রেলিয়ার হাইকমিশনার সদ্যসমাপ্ত কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন সম্পর্কে জানতে চেয়েছিলেন। আমরা তাদের কাছে পুরো বিষয়টি বিস্তারিত তুলে ধরেছি।
আরও পড়ুন: রাশিয়ান স্বর্ণ আমদানি নিষিদ্ধ!
সিইসি আরও বলেন, ‘আগামী নির্বাচন কেমন হবে জানতে চাইলে আমরা বলেছি, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আমরা আমাদের মতো করে চেষ্টা করবো।’
সান নিউজ/এফএ