এম.এ আজিজ রাসেল: কক্সবাজারের উখিয়া ক্যাম্পে গুলি করে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলায় অভিযোগপত্র (চার্জশিট) আদালতে জমা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: পদ্মা সেতু থেকে আসবে ১৬০৪ কোটি
রোববার (১৩ জুন) সকালে আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।
চার্জশিটে ২৯ জনকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে ১৫ জন কারাগারে রয়েছেন।
২০২১ সালের ২৯ সেপ্টেম্বর রাতে উখিয়ার লাম্বাশিয়া আশ্রয় শিবিরের ডি ব্লকের আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস (এআরএসপিএইচ) সংগঠনের কার্যালয়ে বন্দুকধারীদের গুলিতে নিহত হন মুহিবুল্লাহ। তিনি ওই সংগঠনের চেয়ারম্যান ছিলেন।
হামলার জন্য মিয়ানমারের সশস্ত্র গ্রুপ আরসার কয়েকজন অস্ত্রধারীর নাম প্রচার করা হয়। পরদিন ৩০ সেপ্টেম্বর মুহিবুল্লাহর ছোট ভাই হাবিবুল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামা সন্ত্রাসীদের বিরুদ্ধে উখিয়া থানায় হত্যা মামলা করেন।
এ ঘটনায় এ পর্যন্ত ১৫ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ৪ জন ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
সান নিউজ/এনকে