মো : আসাদুজ্জামান আসাদ, সাভার প্রতিনিধি : ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের বলিয়াপুর এলাকায় বাস-ট্রাক ও মিনিবাসের ত্রি-মূখী সংঘর্ষে ০৪জন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন।
আরও পড়ুন : ভয়াবহ আগুনে নিহত বেড়ে ৪১
সাভার হাইওয়ে থানার (ওসি)মোঃআতিকুর রহমান জানান সকাল ৯.২০ ঘটিকায় ঢাকা আরিচা মহাসড়কের বলিয়াপুর এলাকায় ঢাকাগামী লেনে সেইফ পরিবহনের একটি বাস ইউটার্ন নেওয়ার সময় ঢাকাগামী গরু বোঝাইকৃত একটি ট্রাক পেছন দিক থেকে বাসটিকে ধাক্কা দিলে বাসটি বিপরীত লেনে যায়।
এসময় ঢাকা থেকে সাভারমূখী বাংলাদেশ পরমানু শক্তি কমিশনের একটি স্টাফ মিনিবাস দ্রুত গতিতে চলে এলে ভয়াবহ সংঘর্ষ ঘটে এতে মিনিবাসের ড্রাইভারসহ ০৪জন নিহত ও ৩৫জন আহত হয়।
নিহতরা হলেন :
গাইবান্ধা জেলার গোবিন্দগন্জ থানার বাসিন্দা মোঃকাউসার আহম্মেদ(রাব্বি)তিনি বাংলাদেশ পরমানু শক্তি কমিশনের (গনকবাড়ী,আশুলিয়া) ইন্জিনিয়ার,মোঃ আরিফুজ্জামান, সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা, পূজা সরকার, বৈজ্ঞানিক কর্মকর্তা ও স্টাফ মিনিবাসের চালক মোঃ রাজিব হোসেন।
আরও পড়ুন : আগুন নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী
আহতদের উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতাল,সাভারে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।
সান নিউজ/এইচএন