সান নিউজ ডেস্ক: ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, আগামী ৩১ মে’র পরিবর্তে ৫ জুন থেকে হজ ফ্লাইট শুরুর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আরও পড়ুন: অপরাজিত মুশফিকে সংগ্রহ ৩৬৫
মঙ্গলবার (২৪ মে) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
এর আগে সচিবালয়ে নিজ দপ্তরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী সাংবাদিকদের জানান, আগামী ৫ জুন থেকে হজ ফ্লাইট পরিচালনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রস্তুত।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে ছাত্রদলের সমাবেশে লাঠিচার্জ
৩১ মে থেকে হজ ফ্লাইট পরিচালনার কথা থাকলেও বাংলাদেশ অংশে সৌদি আরব প্রস্তুতি সম্পন্ন করতে পারেনি।
ফলে ৫ জুন থেকে হজ ফ্লাইট পরিচালনার অনুরোধ জানিয়ে সোমবার (২৩ মে) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের কাছে চিঠি পাঠিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
সান নিউজ/এনকে