নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘অশনি’ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করে গেছে। তবে এর কারণে সৃষ্ট আবহাওয়ার বিরূপ প্রভাব এখনো রয়ে গেছে। দেশের বিভিন্ন অঞ্চলে গতকাল মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। এ বৃষ্টি আরও দুইদিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে বঙ্গোপসাগরে এখনো অস্থির পরিস্থিতি বিরাজমান আছে। ইতোমধ্যে পূর্বাভাসে বলা হয়- অশনির পর সাগরে আরেকটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। আবহাওয়া সংক্রান্ত ওয়েবসাইট উইন্ডিডটকমে দেখা গেছে- চলতি মাসে ফের সাগর উত্তাল হতে পারে।
আবহাওয়াবিদরা জানান, মডেলে প্রথম দেখা যাচ্ছিল বাংলাদেশের দিকে চলে আসবে। বৃহস্পতিবারের দেখা যায়, এটি মিয়ানমারের দিকে চলে যেতে পারে। ২১ মে নাগাদ ছাউংথা উপকূলের কাছাকাছি অবস্থানের আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন: কয়েক দিনের মধ্যে সংকট কেটে যাবে: বাণিজ্যমন্ত্রী
অপরদিকে অশনির প্রভাবে কেবল বাংলাদেশই নয়, ভারতের বিভিন্ন অঞ্চলে প্রচুর বৃষ্টি হয়েছে। বিশেষ করে দেশটির পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর বৃষ্টির পানি বাংলাদেশে চলে আসছে।
সাননিউজ/এমএসএ