নিজস্ব প্রতিবেদক: দেশে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। এর মধ্যেই মিলেছে বৃষ্টিপাতের আভাস।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) আবহাওয়া অফিস জানায়, শুক্রবার (২৯ এপ্রিল) সকাল পর্যন্ত দেশের চার বিভাগে অস্থায়ীভাবে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এমন অবস্থায় শুক্রবার সকাল পর্যন্ত রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে।
আরও পড়ুন: ডেমরায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
এদিকে আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে, ৩৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
সাননিউজ/এমএসএ