মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার ( ফাইল ছবি )
জাতীয় প্রকাশিত ২৬ এপ্রিল ২০২২ ০৬:৫৪
সর্বশেষ আপডেট ২৬ এপ্রিল ২০২২ ০৬:৫৮

গৃহহীনদের স্থায়ী ঠিকানা দিলেন প্রধানমন্ত্রী

সান নিউজ ডেস্ক : ঠিকানাহীনদের স্থায়ী ঠিকানা করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকৃত পক্ষে এত মানুষকে ঘরসহ জমিদান বিশ্বে অনন্য বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার।

আরও পড়ুন: নওয়াজ শরিফ পেলেন নতুন পাসপোর্ট

মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না- প্রধানমন্ত্রীর এ স্বপ্ন আজ বাস্তবে রূপ নিয়েছে। এ কারণে ঈদের আগে গৃহহীন পরিবারে ঈদের আনন্দ পৌঁছে গেছে বলে উল্লেখ করেন মন্ত্রী।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় সাপাহার উপজেলার অমরপুর আশ্রয়ণ প্রকল্প প্রাঙ্গণে জমি ও ঘর হস্তান্তর অনুষ্ঠানের আগে এক আলোচনায় সুবিধাভোগীদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারা দেশে একযোগে তৃতীয় পর্যায়ের ভূমি ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর হস্তান্তর কর্মসূচির উদ্বোধন করেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার জনসাধারণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিচ্ছে। তাদের জীবনমান উন্নয়নের জন্য সামাজিক সুরক্ষা বলয় বাড়িয়েছেন। প্রধানমন্ত্রীর হাত ধরেই এ দেশ এক দিন সোনার বাংলায় পরিণত হবে।

প্রসঙ্গত, তৃতীয় পর্যায়ে নওগাঁয় ৫৪০ গৃহহীন পরিবার জমিসহ ঘর পাচ্ছেন। এবার আরও মজবুত ভিত্তি ও গুণগত মানসম্পন্ন ঘর নির্মাণ করা হয়েছে। প্রতিটি বাড়ির নির্মাণ বাবদ খরচ হয়েছে ২ লাখ ৫৯ হাজার টাকা। এর আগে জেলায় প্রথম পর্যায়ে ১ হাজার ৫৬টি ও দ্বিতীয় পর্যায়ে ৫০২টিসহ মোট ১ হাজার ৫৫৮ গৃহহীনকে পুনর্বাসন করা হয়েছে।

আরও পড়ুন: মিলনের ওপর রহস্যজনক হামলা

অনুষ্ঠানে নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, সাপাহার উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন, উপজেলা চেয়ারম্যান মো. সাহজাহান হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম এবং শিরন্টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন বক্তব্য দেন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মী কারাগারে

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষা...

আমাকে নিয়ে অপপ্রচার করা হচ্ছে: টিউলিপ

যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি ও সাবেক ‘সিট...

এস.এস.সি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ

লক্ষ্মীপুরে তীব্র তাপপ্রবাহে এস.এস.সি পরীক্ষার্থীদ...

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মী কারাগারে

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা