সান নিউজ ডেস্ক: কালকের টিকিটের জন্য যদি আজকে কেউ লাইনে দাঁড়িয়ে থাকে তাহলে আমাদের কী করার আছে বলেন। আজকের টিকিট নিয়ে তো কারও কোনো অভিযোগ নেই। কারণ আমরা তো সিস্টেম করেছি, অন্য কোনো সুযোগ নেই। আপনি এনআইডি কার্ড দিয়ে টিকিট কাটবেন আপনার টিকিট দিয়ে তো আমি যেতে পারবো না বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
আরও পড়ুন: থানা নাকি খেলার মাঠ, আলোচনা করে সিদ্ধান্ত
সোমবার (২৫ এপ্রিল) দুপুর পৌনে ৩টায় ট্রেনের অগ্রিম টিকেট কাটার সর্বশেষ পরিস্থিতি দেখতে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন রেলমন্ত্রী। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রেলওয়ের কর্মকর্তারা কালোবাজারির সঙ্গে জড়িত এমন অভিযোগে রেলমন্ত্রী বলেন, কালোবাজারি কীভাবে করবে, আমি যদি আপনার টিকিটের না যাইতে পারি নিয়ে কি করবো। একজন চারজনের টিকেট নিলে চারজনের আইডি কার্ডই জমা দিতে হবে।
আরও পড়ুন: বাংলাদেশ বিশ্বের সবচেয়ে কম দামে টিকা দিয়েছে
তিনি বলেন, অনেকেই সহজ’র ব্যাপারে অভিযোগ দিয়েছেন। তারা সমস্ত টিকিট বিক্রি করেছে। এনআইডি কার্ড দিয়েই তারা বিক্রি করেছে। তারা অর্ধেক বিক্রি করতেছে আর আমরা অর্ধেক কাউন্টারের মাধ্যমে বিক্রি করছি।
সান নিউজ/এনকে