নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানোর জন্য ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। দুই দিনের সফরে আগামী ২৮ এপ্রিল ঢাকায় পৌছাবেন তিনি। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরের আমন্ত্রণ জানাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দাওয়াত পত্র প্রদান করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, স্বাধীনতার ৫০ বছরপূর্তি উপলক্ষে ২০২১ সালে ভারতের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী উভয়ই বাংলাদেশ সফর করেছেন। সঙ্গত কারণেই এবার বাংলাদেশের পক্ষ থেকে শীর্ষ পর্যায়ের একজন নেতার ভারত সফরের কথা আছে। আগামী জুলাইয়ে প্রধানমন্ত্রী ভারত সফরে যাওয়ার সম্ভাবনা আছে।
আরও পড়ুন: ঢাকায় ডেনিশ রাজকুমারী
তবে অপর একটি সূত্র জানায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণপত্রে জুনের দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়।
সাননিউজ/এমএসএ