নিজস্ব প্রতিবেদক: দেশের চার বিভাগে ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
শনিবার (২৩ এপ্রিল) এ তথ্য জানায় আবহাওয়া অফিস।
আবহাওবিদ মো. বজলুর রশিদ জানান, আজ ঢাকাসহ চার বিভাগে বৃষ্টিপাত হতে পারে। তবে অন্যান্য বিভাগেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু
তিনি জানান, এখন শুধু বৃষ্টি নয়, ঝড়োহাওয়াসহ বৃষ্টিপাত হবে। এখন বৃষ্টি হলেই বাতাস থাকবে। গতকালের তুলনায় আজ তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে। তবে আগামীকাল থেকে পুরোদমে তাপমাত্রা বাড়বে। ২৯ ও ৩০ এপ্রিল পর্যন্ত তাপমাত্রা শুষ্ক থাকতে পারে। এরপর আবারও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সাননিউজ/এমএসএ