মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
ট্রেনের টিকিট (ছবি: সংগৃহীত)
জাতীয় প্রকাশিত ২৩ এপ্রিল ২০২২ ০৩:২৮
সর্বশেষ আপডেট ২৩ এপ্রিল ২০২২ ০৭:০২
ঈদযাত্রা

ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু করা হয়েছে।

শনিবার (২৩ এপ্রিল) সকাল ৮টা থেকে থেকে টিকিট বিক্রি শুরু হয়।

এদিকে ঈদযাত্রায় ট্রেনের টিকিট পেতে এদিন ভোর থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনের কাউন্টারে দাঁড়িয়ে অপেক্ষা শুরু করেন টিকিট প্রত্যাশীরা।

অপরদিকে ঘরমুখো মানুষের ঈদযাত্রায় আগাম টিকিট পেতে যারা কাউন্টারে গেছেন তাদের বড় একটি অংশ শিক্ষার্থী। সবাই দীর্ঘ লাইন ধরে অপেক্ষা করেন। অপেক্ষারতদের অনেকে সেহরি করেই চলে এসেছেন কাউন্টারে।

সাবরিনা নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থাী বলেন, ক্যাম্পাস আগেই ছুটি দিয়ে দিয়েছে। তবে একটা পার্টটাইম জব (খণ্ডকালীন চাকরি) করার কারণে দেরিতে বাড়ি ফিরছি। আজ টিকিটের জন্য দীর্ঘ লাইন হলেও টিকিট পাবো বলে আশা করছি। আমি সেহরি খেয়েই এখানে চলে এসেছি। কষ্ট যা হবার আজ হোক, ঈদযাত্রাটা যেন ভালো হয়।

রেল সূত্রে জানা যায়, ঈদের সম্ভাব্য দিন আগামী ৩ মে ধরে নিয়ে অগ্রিম টিকিট বিক্রি হয়েছে আজ থেকে। সে হিসাবে আজ দেওয়া হচ্ছে ২৭ এপ্রিলের টিকিট, কাল (২৪ এপ্রিল) দেওয়া হবে ২৮ এপ্রিলের টিকিট, ২৫ এপ্রিল দেওয়া হবে ২৯ এপ্রিলের টিকিট এবং ২৬ এপ্রিল দেওয়া হবে ৩০ এপ্রিলের টিকিট, ২৭ এপ্রিল দেওয়া হবে ১ মের টিকিট দেওয়া হবে। আর ৩ মে ঈদ হলে ২৮ এপ্রিল বিক্রি করা হবে ২ মের ট্রেনের টিকিট।

আরও পড়ুন: সুনির্দিষ্ট তথ্যেই মকবুলকে গ্রেফতার: পুলিশ

জানা গেছেন, এবারের ঈদযাত্রার সুবিধার্থে ছয় জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। ঈদের পর ফিরতি যাত্রা শুরু হবে আগামী ৫ মে থেকে। ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে আগামী ১ মে থেকে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজায় গণহত্যার প্রতিবাদ কর্মসূচিতে সংহতি জানালো মুক্তিজোট

গাজায় গণহত্যার প্রতিবাদে সোমবার (৭ এপ্রিল) বিশ্বব্যাপী হরতাল পালনের আহ্বান জ...

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে হরতাল অবরোধ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান ধ্বংসযজ্ঞ...

ইসরায়েল নিশ্চিহ্নে হামাস ইরানের কাছে ৫০০ মিলিয়ন ডলার চেয়েছিল!

ইরান ও হামাস নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন ইসরায়েলে...

ঈদে কে কোন আসনে সক্রিয় ছিলেন এনসিপি নেতারা

পবিত্র ঈদুল ফিতরে অন্তত ৪০টি নির্বাচনী আসনে জনসংযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা