সান নিউজ ডেস্ক: ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউমার্কেটের ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ চলছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এ সংঘর্ষে রাজধানীজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: প্রকৌশলীর স্ত্রীকে পুড়িয়ে হত্যা
রাজধানীর, মতিঝিল, শাহবাগ, গ্রিন রোড, পান্থপথ, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট, মহাখালী এলাকায় সকাল থেকেই তীব্র যানজট। গরমের মধ্যে দীর্ঘক্ষণ যানবাহনের ভেতরে থাকতে হয়েছে যাত্রীদের।
সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে নিউমার্কেট এলাকায় মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আশেপাশের বিভিন্ন সড়কে শত শত যান আটকা পড়ে। যানজট নিয়ন্ত্রণে বিকল্প পথে যান চালানোর ব্যবস্থা করলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি।
আরও পড়ুন: এবার অবসর চাইছেন সামিয়া রহমান
ট্রাফিকের রমনা জোনের পুলিশ সুপার (এসপি) রেফাতুল ইসলাম বলেন, সংঘর্ষের কারণে শত শত যান আটকা পড়ে বিভিন্ন এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। মিরপুর সড়কে যানজট বেশি হওয়ায় অন্যসড়কগুলোতে ডাইভারশন করা হয়েছে। বিকল্প রাস্তায় যানবাহন চালানোর সুযোগ সৃষ্টি হওয়ায় অন্য এলাকায় যানজট নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে মিরপুর সড়কে চাপটা বেশি ছিল।
আরও পড়ুন: এবার অবসর চাইছেন সামিয়া রহমান
প্রসঙ্গত, সোমবার (১৮ এপ্রিল) রাতে নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে প্রায় আড়াই ঘণ্টা ধরে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে। দিনগত রাত ১২টার দিকে শুরু হওয়া এ সংঘর্ষ চলে রাত আড়াইটা পর্যন্ত। মধ্যরাতে দুই পক্ষকে ওই এলাকা থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
সান নিউজ/এনকে