নিজস্ব প্রতিবেদক: টেলিভিশন ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১৮ এপ্রিল) বেলা ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ সংলাপ শুরু হয়।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপকিল্পনা তৈরি করতে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে ইসি এ সংলাপের আয়োজন করছে। এর আগে শিক্ষাবিদ, সমাজের বিশিষ্টজন এবং প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে তিন ধাপে সংলাপ করেছে কমিশন।
এদিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে সংলাপে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, অন্য ৪ নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। এ সংলাপে ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার শীর্ষ পর্যায়ের ৩৫ জন প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
ইসি সূত্রে জানা যায়, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে নিয়ে বিভিন্ন মহলের মতামত নিয়ে রোডম্যাপ তৈরি করতে চাচ্ছে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন। এ বিষয়ে মতামত দেওয়ার জন্য ১৩ মার্চ থেকে সংলাপ শুরু করে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।
আরও পড়ুন: ইউপি চেয়ারম্যানকে তুলে নেওয়ার হুমকি
প্রসঙ্গত, ২০১৭ সালে কে এম নুরুল হুদা কমিশনও দায়িত্ব নেওয়ার পর সমাজের বিভিন্ন মহলের সঙ্গে সংলাপে বসে। ওই বছরের ৩১ জুলাই বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বসার মাধ্যমে ওই সংলাপ শুরু হয়।
সাননিউজ/এমএসএ