সান নিউজ ডেস্ক: অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (ওজাব) এর জরুরি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক ওজাবের প্রেসিডেন্ট সৈয়দ আখতার ইউসুফকে ওজাবের প্রধান উপদেষ্টা এবং সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট বিশিষ্ট সাংবাদিক ও শিশু সাহিত্যিক বিজনেস নিউজ এর সম্পাদক রহীম শাহকে প্রেসিডেন্ট এবং বার্তা প্রবাহ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ মনির হোসেন কাজীকে পুনরায় মহাসচিব নির্বাচিত করে আগামী তিন বছরের জন্য ৫১ (একান্ন) সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
আরও পড়ুন: পাচারকারীদের ফাঁদে পা দিচ্ছে রোহিঙ্গারা
কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ হাসান আলী রেজা (দোজা) (সংবাদ পরিক্রমা), ভাইস প্রেসিডেন্ট যথাক্রমে দীপক কুমার আচার্য্য (সাউথ এশিয়ান টাইমস), দেবাশীষ দেব (বিডিনিউজ২৪), মোহাম্মদ আবদুল হালিম সুমন (একুশে টিভি), মোঃ আবু তালেব (সমাচার), শিশির মোজাম্মেল (বাংলা ডেইলী), ফাতেমা বেগম (একুশের আলো), তানভির সোহেল (জেটিভি), যুগ্ম মহাসচিব যথাক্রমে রেজা মতিন (নজরুল টিভি), শিবলী নোমানী (দৈনিক ইত্তেফাক), নূর-ই-আলম সিদ্দিকী মুরাদ (মর্নিং অবজারবার), মাসুম হোসেন (হক ইনসাফ), রাহাত সাইফুল (রাইজিং বিডি), সাংগঠনিক সম্পাদক কবীর আলমগীর (সারাবাংলা), সাংগঠনিক সম্পাদক (বরিশাল) মামুনুর রশীদ নোমানী (বরিশাল খবর), সাংগঠনিক সম্পাদক (খুলনা) তরিকুল ইসলাম (রিপাবলিক টিভি), সাংগঠনিক সম্পাদক (রাজশাহী) সেলিম সানোয়ার পলাশ (সময়ের চিত্র), সাংগঠনিক সম্পাদক (রংপুর) সামসুল আলম লিটন (এশিয়ান টিভি), সাংগঠনিক সম্পাদক (সিলেট) মোহাম্মদ ফয়ছাল আলম (মুক্ত খবর), সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম) মুহাম্মদ দিদারুল আলম (বাণিজ্য প্রতিদিন), সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ) এস এম জাহাঙ্গীর আলম (একুশে টিভি), উপ-সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম ভ’ইয়া (সংবাদ মোহনা), অর্থ সম্পাদক শর্মিলা সিনড্রেলা (বনিক বার্তা), উপ-অর্থ সম্পাদক সুমন তালুকদার (বিজনেস নিউজ), কল্যাণ সম্পাদক মসিয়ুর রহমান (পল্লীবার্তা), উপ-কল্যাণ সম্পাদক এ কে সালমান (যুগান্তর), দফতর সম্পাদক মেসবা উদ্দিন (জেএন২৪), উপ-দফতর সম্পাদক মোঃ জারিফ (বার্তা প্রবাহ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বাবুল হৃদয় (বিজনেস বাংলাদেশ), উপ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মনির হোসেন (এইচবিসিনিউজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রাফি (একুশে সংবাদ), উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক রুহুল আমীন (সমকাল), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুশাররফ হুসাইন (কলকাতা টিভি), নারী বিষয়ক সম্পাদক আফরোনাজ পান্না (সরেজমিন বার্তা), উপ-নারী বিষয়ক সম্পাদক অনামিকা রহমান অনু (এইচবিসিনিউজ), তথ্য ও গবেষনা সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসাইন (জাগ্রত নিউজ), শিক্ষা ও উপবৃত্তি সম্পাদক শেখ মিজানুর রহমান (প্রত্যাশা টিভি), উপ-শিক্ষা ও উপবৃত্তি সম্পাদক এস আলম (একুশে সংবাদ), বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জাহাঙ্গীর সুর (আমাদের সময়), আইন বিষয়ক সম্পাদক সরদার জাকির হোসেন (চিলড্রেন নিউজ), ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক জহিরুল ইসলাম রাসেল (সময় নিউজ২৪), নির্বাহী সদস্য যথাক্রমে এফ রহমান রুপক (গণমুক্তি), মাহমুদা আক্তার খানম (ডেইলীখবর২৪), আবদুস সালাম আজাদী (যুগান্তর), আলতাফ হোসেন মন্টু (আই টিভি অনলাইন), সালমা সুলতানা (বার্তা প্রবাহ), মাহবুবা জেরিন সাথী (আই টিভি), রবিন আহমেদ জনি (এইচবিসিনিউজ২৪)।
ইফতার মাহফিল অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাধারন সম্পাদক বৃহত্তর বরিশালের কৃতি সন্তান লায়ন মোঃ মজিবুর রহমান হাওলাদার, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ নারয়নগঞ্জ মহানগর শাখার সভাপতি মোঃ আবু মুসা, বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ এফ সুমন, জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা মহানগর কমিটির সিনিয়র সহ সভাপতি ওয়াহিদুজ্জামান ওয়াহিদ প্রমুখ।
আরও পড়ুন: পাচারকারীদের ফাঁদে পা দিচ্ছে রোহিঙ্গারা
আমন্ত্রিত অতিথিবৃন্দ ওজাবের উত্তরোত্তর সাফল্য কামনা সহ ওজাবের সঙ্গে থেকে সকল ভালো কাজে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
প্রকাশ থাকে যে, ২০১৩ সনের ১০ অক্টোবর প্রতিষ্ঠিত অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (ওজাব) অনলাইন সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিতে কার্যকরী ভূমিকা রেখে আসছে। ভবিষ্যতেও এসোসিয়েশন সদস্যদের জীবনমান উন্নয়নে এবং পেশাগত সকল সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা রাখবে বলেও নেতৃবৃন্দের আলোচনায় উঠে আসে।
সান নিউজ/এমকেএইচ