শ্রম প্রতিমন্ত্রী
জাতীয়

গোল্ডেন হ্যান্ডশেক মেনে নিন, পাটকল শ্রমিকদের শ্রম প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি:

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, কোনও শ্রমিক ক্ষতিগ্রস্ত হোক প্রধানমন্ত্রী তা কখনও চান না। রাষ্ট্রায়ত্ত পাটকলে গোল্ডেন হ্যান্ডশেক প্রক্রিয়ায় সরকারের নেওয়া সিদ্ধান্ত শ্রমিকদের শান্তিপূর্ণভাবে মেনে নেওয়া উচিত। পাটকল শ্রমিকদের কল্যাণ এবং এ শিল্পের উন্নয়নের কথা ভেবেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।

সোমবার (২৯ জুন) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘আশা করি, শ্রমিকরা সরকারের এ সিদ্ধান্ত শান্তিপূর্ণভাবে মেনে নেবেন এবং সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে সহযোগিতা করবেন।’

তিনি বলেন, ‘সরকারের এ সিদ্ধান্তের ফলে অবসায়নের পর মিলগুলো সরকারি নিয়ন্ত্রণে পিপিপি/যৌথ উদ্যোগ/জিটুজি/লিজ মডেলে পরিচালনার উদ্যোগ নেওয়া হবে। নতুন মডেলে আবারও চালু করা মিলে অবসায়নকৃত বর্তমান শ্রমিকরা অগ্রাধিকার ভিত্তিতে কাজের সুযোগ পাবেন। একইসঙ্গে এসব মিলে নতুন কর্মসংস্থানেরও সৃষ্টি হবে।’

বেগম মন্নুজান সুফিয়ান বলেন, ‘শ্রম আইন অনুযায়ী শ্রমিকের ন্যায্য পাওনা আদায়ে শ্রম মন্ত্রণালয় সার্বিক সহযোগিতা করবে। সরকারের ঘোষণা অনুযায়ী, ২০১৪ সাল থেকে অবসরপ্রাপ্ত শ্রমিকদের (৮ হাজার ৯৫৪ জন) প্রাপ্য সব বকেয়া, বর্তমানে কর্মরত শ্রমিকদের (২৪ হাজার ৮৮৬ জন) প্রাপ্য বকেয়া মজুরি, শ্রমিকদের পিএফ জমা, গ্র্যাচুইটি এবং সেইসঙ্গে গ্র্যাচুইটির সর্বোচ্চ ২৭ শতাংশ হারে অবসায়ন সুবিধা একসঙ্গে আগামী সেপ্টেম্বরে শতভাগ পরিশোধ করা হবে। এজন্য সরকার আগামী অর্থবছরের বাজেট থেকে প্রায় ৫ হাজার কোটি টাকা প্রদান করবে।’

সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কে এম আব্দুস সালাম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক শিবনাথ রায়, শ্রম অধিদফতরের মহাপরিচালক এ কে এম মিজানুর রহমান, শিল্প পুলিশের মহাপরিচালক মো. আব্দুস সালাম, জাতীয় শ্রমিক লীগের সভাপতি মো. ফজলুল হক মন্টু, প্লাটিনাম জুট মিলস শ্রমিক-কর্মচারী ইউনিয়ন সিবিএ সভাপতি শাহনাজ শারমিন উপস্থিত ছিলেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

একনেকে সভায় ৫ প্রকল্প অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় অর্থনৈতিক...

মনে হয় কি যেন নাই

বিনোদন ডেস্ক: আন্দোলনের নগরীতে পরিণত হয়েছে ঢাকা। যে কারণে ভো...

সিরাজগঞ্জে শব্দ দূষণ রোধে সচেতনমূলক কর্মসূচি

মাহবুব চৌধুরী, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরে আয়োজনে...

সাত কলেজের পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্য...

ঢাকায় এলেন আইসিসির প্রধান কৌঁসুলি

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় এসেছেন আন...

সিএনজি-পিকআপ ভ্যানের সংঘর্ষে যুবক নিহত

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে পিকআপ ভ্যান ও সিএনজ...

৬ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-টঙ্গী-ঢাকা...

একনেকে সভায় ৫ প্রকল্প অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় অর্থনৈতিক...

মনে হয় কি যেন নাই

বিনোদন ডেস্ক: আন্দোলনের নগরীতে পরিণত হয়েছে ঢাকা। যে কারণে ভো...

সিরাজগঞ্জে শব্দ দূষণ রোধে সচেতনমূলক কর্মসূচি

মাহবুব চৌধুরী, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরে আয়োজনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা