নিজস্ব প্রতিবেদক: ১৪৪৩ হিজরি সনের সাদকাতুল ফিতরের হার নির্ধারণ করেছে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটি। এবার জনপ্রতি সর্বনিম্ন ৭৫ ও সর্বোচ্চ দুই হাজার ৩১০ টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে।
শনিবার (৯ এপ্রিল) দুপুরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশন সভা কক্ষে মুফতি ও আলেমদের সমন্বয়ে গঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এটি চূড়ান্ত হয়।
এতে সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম মসজিদের খতীব মুফতি মাওলানা মো. রুহুল আমিন।
আরও পড়ুন: এবার হজ করতে পারবেন ১০ লাখ মানুষ
আগের বছর বাংলাদেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ৭০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৩১০ টাকা নির্ধারণ করা হয়েছিল। তার আগের বছরে ছিল জনপ্রতি সর্বোচ্চ দুই হাজার ২০০ টাকা ও সর্বনিম্ন ৭০ টাকা।
সাননিউজ/এমএসএ