সান নিউজ ডেস্ক: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন সরকারের বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) কিছু বলবে না বলে জানিয়ে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
আরও পড়ুন: চলতি বছরেই উন্মুক্ত হবে পদ্মা সেতু
তিনি বলেন, আইন ও সাংবিধানিক বিধি অনুযায়ী নির্বাচন পরিচালনা করার জন্য শপথ নিয়েছি। নির্বাচনকালীন সরকারের বিষয়টি রাজনৈতিক নেতৃত্বের ব্যাপার। তারা তাদের মতো আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।
বুধবার (৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে সংলাপ শেষে সিইসি সাংবাদিকদের একথা বলেন।
সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে সংলাপে বিভিন্ন পত্রিকার সম্পাদকসহ জ্যেষ্ঠ ২২ জন সাংবাদিক অংশ নেন। এর আগে শিক্ষাবিদসহ সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে দুই দফায় সংলাপ করে ইসি।
আরও পড়ুন: সন্ত্রাস ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষক বিএনপি
সংলাপ শেষে বেরিয়ে সিইসি গণমাধ্যমকে বলেন, নির্বাচন পরিচালনার জন্য সংশ্লিষ্ট সবার মতামত নেওয়ার প্রয়োজন থেকেই সংলাপ করা হচ্ছে। অনেকে নির্বাচন নিয়ে বিভিন্ন চ্যালেঞ্জের কথা বলেছেন, যেগুলো লিপিবদ্ধ করা হচ্ছে। সংলাপে যেসব বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছে, সেগুলো চিহ্নিত করতে পারলে পরিকল্পনায় অন্তর্ভুক্ত করে কাজে এগিয়ে যেতে পারব।
সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এখনো এ বিষয়ে কিছু বলার পরিস্থিতি হয়নি। অংশগ্রহণমূলক, সুন্দর নির্বাচনের জন্য আমরা সর্বশক্তি দিয়ে চেষ্টা করব। নির্বাচনে যে সমস্যাগুলো আছে, সেগুলো সংলাপে আলোচনা হয়েছে- তা আমরা শুনেছি।
জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও যুগান্তর সম্পাদক সাইফুল আলম, আজকের পত্রিকার সম্পাদক গোলাম রহমান, নিউএজের সম্পাদক নূরুল কবীর, সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, দ্য ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মোজাম্মেল হোসেন, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড সম্পাদক এনাম আহমেদ, প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক প্রমুখ সংলাপে নিজেদের মতামত ও অভিপ্রায় তুলে ধরেন।
আরও পড়ুন: ক্লাব নিয়ে দ্বন্দ্বে খুন হন সোহেল চৌধুরী
সংলাপে আরও উপস্থিত ছিলেন- সাংবাদিক বিভু রঞ্জন সরকার, অজয় দাস গুপ্ত, নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক, বাংলাদেশ জার্নালের সম্পাদক শাহজাহান সরদার, দৈনিক আমার সংবাদের সম্পাদক হাশেম রেজা, মানবকণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক দুলাল আহমেদ চৌধুরী, দ্য ডেইলি অবজারভারের অনলাইন ইনচার্জ কাজী আবদুল হান্নান, প্রতিদিনের সংবাদের সম্পাদক শেখ নজরুল ইসলাম, দৈনিক ভোরের ডাকের সম্পাদক কেএম বেলায়েত হোসেন।
সান নিউজ/এনকে