নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাস উপলক্ষে আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ এবং অধস্তন আদালতের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আদালত এবং অফিসের সময়সূচি নির্ধারণ করে সুপ্রিম কোর্ট প্রশাসন তিনটি বিজ্ঞপ্তি জারি করেছে।
আপিল বিভাগের সূচিতে বলা হয়, রোজার দিনে সাপ্তাহিক ও সরকার ঘোষিত ছুটির দিন ছাড়া রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অফিসের কার্যক্রম সকাল সাড়ে ৮টা থেকে বিকেল তিনটা পর্যন্ত চালু থাকবে। তবে, দুপুর একটা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে।
এছাড়া আপিল বিভাগের কোর্টের সময়সূচি অপরিবর্তিত থাকবে।
অধস্তন আদালতের সূচিতে বলা হয়েছে, পবিত্র রমজান মাসে রোববার হতে বৃহস্পতিবার পর্যন্ত আদালতের কার্যক্রম সকাল সাড়ে ৯টা থেকে বিকেল তিনটা পর্যন্ত চলবে। তবে, দুপুর একটা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত যোহর নামাজের বিরতি থাকবে।
আরও পড়ুন: বিশ্বে করোনায় আরও চার হাজার মৃত্যু
অপরদিকে অফিসের সময়সূচিতে বলা হয়েছে, সকাল ৯টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত অফিস চলবে। তবে, দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত যোহর নামাজের বিরতি থাকবে।
সাননিউজ/এমএসএ