নিজস্ব প্রতিবেদক: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের ১৭তম অধিবেশন আজ বসবে।
সোমবার (২৮ মার্চ) বিকেল ৫টা সভাপতিমণ্ডলী মনোনয়ন এবং শোক প্রস্তাব উত্থাপনের মধ্য দিয়ে অধিবেশনের শুরু হবে।
এ ছাড়া আলোচিত গণমাধ্যমকর্মী (চাকরির শর্তাবলি) বিল-২০২২ ও পেমেন্ট অ্যান্ড সেটলমেন্টস বিল-২০২২ সংসদে উত্থাপিত হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত ৯ মার্চ এ অধিবেশনের আহ্বান করেন।
এটি চলতি বছরের দ্বিতীয় অধিবেশন। সংক্ষিপ্ত এ অধিবেশনের পর শুরু হবে বাজেট অধিবেশন। অধিবেশনকে কেন্দ্র করে সংসদ এলাকায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেখানে যেকোনো সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। অংশগ্রহণকারী সংসদ সদস্যদের (এমপি) করোনাভাইরাস পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করা হয়। এছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তারাও করোনা পরীক্ষা করে সংসদে প্রবেশ করতে পারবেন।
আরও পড়ুন: বাম জোটের হরতাল শুরু
নিয়ম অনুসারে, একটি অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বান করা হয়। গত ২৭ জানুয়ারি জাতীয় সংসদের ১৬তম ও বছরের প্রথম অধিবেশন সমাপ্ত হয়। করোনা শুরুর পর সংসদ অধিবেশনে সাংবাদিকদের প্রবেশ বন্ধ ছিল। আজকের অধিবেশন থেকে সংসদে উপস্থিত হয়ে সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করার সুযোগ পেতে পারেন।
সাননিউজ/এমএসএ