নিজস্ব প্রতিবেদক:
সুপ্রিমকোর্টের নির্দেশনা অনুসারে সারাদেশে অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানি শেষে ৩০ কার্যদিবসের মধ্যে ৪৪ হাজার ৮০২ জন আসামির জামিন মঞ্জুর করা হয়েছে।
সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভার্চুয়াল আদালত চালুর পর ১১ মে থেকে ২৫ জুন পর্যন্ত গত ৩০ কার্যদিবসে ৮৪ হাজার ৬৫৭টি জামিনের আবেদন নিষ্পত্তি করে ৪৪ হাজার ৮০২ জনের জামিন মঞ্জুর করা হয়।
এছাড়া এ সময়ে ভার্চুয়াল শুনানি শেষে মোট জামিন প্রাপ্ত শিশুর সংখ্যা ৫৭১ জন।
গত ৯ মে সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভার অনুরোধের পরিপ্রেক্ষিতে করোনাকালীন সময়ের জন্য ভার্চুয়াল কোর্ট পরিচালনার অনুমতি দিয়ে অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বর্তমানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ভার্চুয়াল চেম্বার আদালত, হাইকোর্ট বিভাগের ১৩টি ভার্চুয়াল বেঞ্চ ও সারাদেশের জজ কোর্টের ভার্চুয়াল আদালতে জরুরি বিষয়ে বিচারিক কাজ চলছে।
সান নিউজ/সালি