নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের কাস্টমস ম্যানেজমেন্ট চুক্তি এবং দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।
বুধবার (১৬ মার্চ) সকালে হোটেল সোনারগাঁওয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদের বৈঠক হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক শেষে তাদের উপস্থিতিতে কাস্টমস ম্যানেজমেন্ট চুক্তি এবং বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমি, বাদশা ফয়সাল ইনস্টিটিউটের সহযোগিতা স্মারক স্বাক্ষর হয়।
এদিকে বাংলাদেশের বিশেষায়িত শিল্পাঞ্চলে সৌদি আরবের ২০টি কোম্পানি বিনিয়োগ করতে আগ্রহী বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
বৈঠকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে তেলের বাজার স্থিতিশীল রাখতে উদ্যোগ নেবে সৌদি। তবে বাংলাদেশ তেল সরবরাহ বাধাগ্রস্ত হবে না।
এর আগে আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।
আরও পড়ুন: সপ্তাহ ব্যবধানে কমল সোনার দাম
প্রসঙ্গত, মঙ্গলবার দুদিনের সফরে ঢাকায় আসেন ফয়সাল বিন ফারহান আল-সৌদ। বুধবার বিকেলেই ঢাকা ছাড়বেন তিনি।
সাননিউজ/এমএসএ