সান নিউজ ডেস্ক: বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আমদানিকৃত তেল বিক্রি করে সরকারকে দিনে ৮০ কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে। দেশে প্রতিদিন বিদ্যুতের চাহিদা বাড়ছে ২শ’ মেগাওয়াট। লোকসান হলেও ভর্তুকি বাড়িয়ে দাম একই রাখা হবে।
আরও পড়ুন: নওগাঁয় ৯ জনের মৃত্যুদণ্ড
সোমবার (১৪ মার্চ) বিদ্যুৎ ভবনের বিজয় হলে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স অব বাংলাদেশ (এফইআরবি) ও নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি (এনডব্লিউপিজিসিএল) এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘মিট দ্যা প্রেস’ এ তিনি এসব কথা বলেন।
এফইআরবি‘র চেয়ারম্যান শামীম জাহাঙ্গীরের সভাপতিত্বে নির্বাহী পরিচালক রিশান নাসরুল্লাহর সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিদ্যুৎ সচিব হাবিবুর রহমান, পিডিবির চেয়ারম্যান মাহাবুবুর রহমান, পাওয়ার সেলের মহাপরিচালক মোহম্মদ হোসেন, নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির সিইও খোরশেদুল আলমসহ আরও অনেকেই বক্তব্য রাখেন।
নসরুল হামিদ বলেন, দেশে এখন ৯৯ শতাংশ মানুষ বিদ্যুতের আওতায় রয়েছে। বিদ্যুতের চাহিদা আরও বাড়লে দাম বৃদ্ধির বিষয় বিবেচনা করা হবে।
আরও পড়ুন: আমি আদালতের কাছে কৃতজ্ঞ
প্রতিমন্ত্রী বলেন, ৪৭ থেকে ৯৯ শতাংশ জনগোষ্ঠীকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পায়রায় আল্ট্রা ক্রিটিক্যাল কোল পাওয়ারপ্ল্যান্ট উদ্বোধন করবেন। এবং সেদিনই তিনি শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা দেবেন।
প্রতিমন্ত্রী বলেন, গ্যাস উৎপাদন বাড়াতে পার্বত্য এলাকায় গভীর কূপ খনন করার পরিকল্পনা করা হয়েছে। তবে সেখান থেকে ২০ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যেতে পারে। অন্যদিকে আমাদের চাহিদা বাড়ছে হাজার হাজার ঘনফুট।
সান নিউজ/এমকেএইচ