নিজস্ব প্রতিবেদক: ইউক্রেনে বাংলাদেশি জাহাজে রকেট হামলায় মারা যাওয়া হাদিসুর রহমানের মরদেহ ঢাকায় পৌঁছেছে।
সোমবার (১৪ মার্চ) দুপুর ১২ টায় মরদেহবাহী বিমানটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
হাদিসুর রহমান ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। তার মরদেহ নিয়ে একটি ফ্রিজার ভ্যান শুক্রবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায় মলদোভার উদ্দেশে রওনা দেয়। এর আগে রোমানিয়া কর্তৃপক্ষ হাদিসুরের পরিবারের সম্মতিপত্র চেয়েছে। পরে বাংলাদেশ থেকে তার পরিবারের সম্মতিপত্র পাঠানো হয়।
এদিকে বাংলার সমৃদ্ধি জাহাজের ২৮ নাবিক গত ৯ মার্চ দুপুরে দেশে ফিরেছেন।
আরও পড়ুন: পাঁচ দিন অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি বন্ধ
প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে যুদ্ধ শুরু হলে দেশটির অলিভিয়া বন্দরে জাহাজটি ২৯ জন নাবিক ও ক্রু নিয়ে নোঙর করা অবস্থায় আটকা যায়। গত ২ মার্চ বাংলাদেশ সময় রাত ৯টা ২৫ মিনিটে ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজে রকেট হামলা হলে জাহাজে আগুন ধরে হাদিসুর রহমান মারা যান।
সাননিউজ/এমএসএ