নিজস্ব প্রতিবেদক:
এ বছর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সব ধরনের স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে পশুর হাট বসবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।
বৃহস্পতিবার (২৫ জুন) সচিবালয়ে ঈদুল আজহা ২০২০ উপলক্ষে এক প্রস্তুতি পর্যালোচনা বিষয়ক অনলাইন সভায় এ তথ্য জানান তিনি।
মন্ত্রী বলেন, ঈদুল আজহা মুসলমানদের অতি গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান। এ সময় আল্লাহর নৈকট্যলাভের আশায় মানুষ পশু কোরবানি করে। তাই প্রতিবছরের ন্যায় এবারো পশুর হাট বসবে।
তবে সেখানে সব স্বাস্থ্যবিধি মানা হবে। এজন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেয়া হয়েছে।
মন্ত্রী বলেন, আমরা এরইমধ্যে পশুর হাটের নিরাপত্তা এবং সার্বিক বিষয়ে সংশ্লিষ্টদের নিয়ে একাধিক সভা করেছি।
সামনে আরো কি করা যায়, তা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ও কাজ করছে।
সান নিউজ/সালি