ছবি-সংগৃহিত
জাতীয়

৩১ মার্চ পর্যন্ত স্থগিত কর্মচারীদের ধর্মঘট

সাননিউজ ডেস্ক: পদবির নাম পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে মাঠ প্রশাসনের কর্মচারীদের চলমান ধর্মঘট আগামী ৩১ মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে।

শনিবার (১২ মার্চ) বাংলাদেশ বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মচারী সমিতি (বাবিককাকস) ও বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) এক যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়।

ঢাকা কালেক্টরেট রিক্রিয়েশন ক্লাবে অনুষ্ঠিত সভায় বাকাসসের সভাপতি মো. আকবর হোসেনসহ দুটি সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

এর মধ্যে দাবিপূরণ না হলে আগামী ১ এপ্রিল ঢাকায় মহাসমাবেশে সংগঠন দুটি নতুন কর্মসূচি ঘোষণা করবে। শনিবার রাতে বাবিককাকসের মহাসচিব কাজী মনিরুজ্জামান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

প্রসঙ্গত, পদবির নাম পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণসহ বিভিন্ন দাবিতে ১ মার্চ থেকে মাঠ প্রশাসনের তৃতীয় শ্রেণির কর্মচারীদের ধর্মঘট কর্মসূচি শুরু হয়। ফলে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

নাম জারি, জলমহাল, চলমান টেন্ডার কার্যক্রম, ইজারা মূল্য আদায়, অর্পিত সম্পত্তির লিজমানি আদায়, মিসকেস ও গণশুনানির মতো গুরুত্বপূর্ণ সেবা বন্ধ। এতে অচলাবস্থা তৈরি হয়েছে মাঠ প্রশাসনে।

বাবিককাকসের মহাসচিব বলেন, বঙ্গবন্ধুর জন্মদিন ও স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা আমাদের কর্মসূচি আগামী ৩১ মার্চ পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি। এর মধ্যে গত বছরের ২৪ জানুয়ারি প্রধানমন্ত্রী যে প্রস্তাবটি অনুমোদন দিয়েছিলেন, সেটি বাস্তবায়ন না হলে আগামী ১ এপ্রিল প্রেস ক্লাবে মহাসমাবেশ হবে। সেখানে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

বেতন না বাড়িয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় মাঠ পর্যায়ের কর্মচারীদের পদবি পরিবর্তনে যে উদ্যোগ নিয়েছে, সেটা কর্মচারীরা মেনে নেবে না বলেও জানান কাজী মনিরুজ্জামান। তিনি বলেন, ‘এভাবে পদবি পরিবর্তন হলে ১৪, ১৫ ও ১৬ গ্রেডের কর্মচারীরা কোনোদিন প্রশাসনিক কর্মকর্তা হতে পারবেন না।

২ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় ধর্মঘট ডাকা কর্মচারীদের সঙ্গে আলোচনায় বসেছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. নবীরুল ইসলাম। সেখানে দাবি পূরণে কাজ চলছে, কর্মসূচি প্রত্যাহার করার আহ্বান জানিয়েছিলেন তিনি। ৫ মার্চ সবাইকে নিয়ে সভা করে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছিলেন বাবিককাকস ও বাকাসস মহাসচিব।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা