সান নিউজ ডেস্ক: দেশের একমাত্র পাথর খনি দিনাজপুরের মধ্যপাড়া মাইনিং কোম্পানি লিমিটেডে বিস্ফোরক দ্রব্য ফুরিয়ে যাওয়ার কারণে পাথর উত্তোলন বন্ধ হয়ে গেছে।
আরও পড়ুন: ভাত নিয়ে কোনো কষ্ট হবে না
শনিবার (১২ মার্চ) থেকে খনিতে পাথর উত্তোলন সাময়িক বন্ধ ঘোষণা করা হয়। এ বিষয়টি নিশ্চিত করেছেন খনির মহাব্যবস্থাপক (মাইনিং) আবু তালহা ফারাজি।
তিনি বলেন, বিস্ফোরক দ্রব্য ফুরিয়ে যাওয়ায় খনিতে পাথর উত্তোলন সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। এ জন্য খনির ৭০০ শ্রমিককে সাময়িক ছুটিতে পাঠানো হয়েছে। বিস্ফোরক দ্রব্য সরবরাহের পর আবারো পাথর উত্তোলন শুরু হবে।
উল্লেখ্য, দেশের একমাত্র উৎপাদনশীল পাথর খনি দিনাজপুরের পার্বতীপুরের মধ্যপাড়া পাথর খনি থেকে গত অক্টোবর মাসে উৎপাদন ইতিহাসে আরো একটি নতুন রেকর্ড সৃষ্টি করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)। ওই মাসে সাপ্তাহিক ছুটির দিন বাদে সর্বোচ্চ ১ লাখ ২৯ হাজার ২২ মেট্রিক টন পাথর উত্তোলনে সক্ষম হয়েছে, যা লক্ষ্যমাত্রার অধিক এবং উত্তোলন ইতিহাসে একটি নয়া রেকর্ড।
সাননিউজ/এমআরএস