সাননিউজ ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় বৃহস্পতিবার শুরু হয়েছে সপ্তাহব্যাপী ‘বিশেষ মশক নিধন অভিযান’। যা চলবে আগামী ১৬ মার্চ পর্যন্ত।
ডিএনসিসির সব ওয়ার্ডে বৃহস্পতিবার সকাল থেকে ৮৯৬ জন মশক নিধনকর্মী সকাল ও বিকেল অভিযান চালাচ্ছেন।
বিশেষ এ অভিযানে একজন কর্মী ৯০ সিসি কীটনাশক ব্যবহার করে মশা নিধন করছেন। অন্য সময়ে সাধারণত একজন কর্মী ৬০ সিসি কীটনাশক ব্যবহার করেন।
আরও পড়ুন: দেশে খাদ্য পণ্যের সংকট নেই
বৃহস্পতিবার সকালে মিরপুর-৪ অঞ্চলের আওতাধীন ইব্রাহিমপুর খাল এলাকায় ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান মশক নিধন অভিযান পরিদর্শন করেন।
প্রসঙ্গত, ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম মার্চের ১০ থেকে ১৬ তারিখ পর্যন্ত সপ্তাহব্যাপী ‘বিশেষ মশক নিধন অভিযান’ পরিচালনার নির্দেশ করেন।
সাননিউজ/জেএস