রাশিয়া থেকে সার আমদানি
জাতীয়

রাশিয়া থেকে সার আমদানি

সান নিউজ ডেস্ক: রাশিয়া থেকে রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে ৩০ হাজার টন এমওপি সার আমদানি করবে সরকার। বাংলাদেশ সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এ সংক্রান্ত একটি প্রস্তাবের অনুমোদন দিয়েছে ।

আরও পড়ুন: আফগানদের গুঁড়িয়ে দিলো বাংলাদেশ

বৃহস্পতিবার (০৩ মার্চ) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় এ অনুমোদন দেওয়া হয়। আমদানি করা সারের ব্যয় ধরা হয়েছে ১৫০ কোটি ২১ লাখ ২৩ হাজার ২২০ টাকা।

অর্থমন্ত্রী বলেন, রাশিয়ার সঙ্গে আমাদের ভালো সম্পর্ক, এটি অনস্বীকার্য। তবে আমরা যে আইটেমটি আনছি তাদের থেকে এটি নতুন নয়। এই আইটেমটি বরাবরের মতো আনার জন্য চেষ্টা করছি। তারা যদি কোনো কারণে না দেয় তাহলে আমরা ভিন্ন জায়গায় অনুসন্ধান করবো। তাই আগেই আমরা সিদ্ধান্ত নিতে পারছি না। আমরা ওদের কাছ থেকেই কেনার চেষ্টা করব।

এদিকে, রাশিয়ার ৭টি ব্যাংককে সুইফট ইন্টারব্যাংক পেমেন্ট সিস্টেম থেকে বাদ দেওয়া হয়েছে। ফলে বাংলাদেশে পণ্য আমদানিতে কোনো সমস্যা হলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আ হ ম মুস্তফা কামাল।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের ব্যাপারে মন্ত্রী বলেন, আমরা আশা করি যুদ্ধ থেমে যাবে। সেই বিষয়টি বিবেচনায় নিয়েই এগুলো বিবেচনা করছি। পাশাপাশি আমাদের সেফটিও রেখেছি। আমাদের বিকল্প সোর্স বিবেচনায় রেখেছি।

সুইফটের কারণে কোনো পেমেন্ট করতে না পারলে অন্যরকম ব্যবস্থা করে দিতে হবে বলে জানান আ হ ম মুস্তফা কামাল ।

আরও পড়ুন: রিজার্ভ ৫০ বিলিয়ন ডলার ছুঁয়েছে

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে রাশিয়ান সেনাবাহিনী বিশেষ অভিযান চালাচ্ছে। এদিকে বাংলাদেশি জাহাজ ইউক্রেনে আটকা পড়ে। ওই জাহাজে স্থানীয় সময় বুধবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৫ টার দিকে হামলা হয়। এতে জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান মারা যান।

আরও পড়ুন: কমেছে মৃত্যু ও শনাক্ত

অপরদিকে, রুশ হামলায় ইউক্রেনের অলভিয়া বন্দরে বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র নাবিক হাদিসুর রহমানের মৃত্যুতে বৃহস্পতিবার (৩ মার্চ) গভীর সমবেদনা জানিয়েছে ঢাকায় অবস্থিত রাশিয়ান দূতাবাস।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা