নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ওমর ফারুক (৪৫) নামে এক ব্যক্তি মারা গেছেন।
বুধবার দিনগত রাত দেড়টার দিকে করাতিটোলা এলাকায় এক স্কুলের গলিতে এ দুর্ঘটনা ঘটে।
এসময় তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে করাতিটোলা স্কুলের গলিতে গিয়ে ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে দ্রুত ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, ওই ব্যক্তি টোল প্লাজায় টাকা আদায়ের কাজ করতেন। ঘটনাস্থল দিয়ে রাস্তা পার হওয়ার সময় কোনো একটি যানবাহন তাকে চাপা দেয়। তবে কোন গাড়ি তাকে চাপা দিয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।
তিনি আরও জানান, ওই ব্যক্তির কাছে থাকা একটি পরিচয়পত্রে তার নাম ঠিকানা জানা গেছে। ওমর ফারুকের বাবার নাম প্রয়াত আব্দুল খালেক। তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার চরপাড়া।
আরও পড়ুন: ‘আর ভাঙা ঘরে থাকতে হবে না’ ভাইকে বলেছিলেন হাদিসুর
মরদেহটি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। তার বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
সাননিউজ/এমএসএ