নিজস্ব প্রতিনিধি:
এই মুহূর্তে যারা সৌদি আরবে অবস্থান করছেন এ বছর শুধু তারাই হজে অংশগ্রহণ করতে পারবেন বলে সিদ্ধান্ত দিয়েছে সৌদি আরবের সরকার। করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ ঠেকাতে সৌদি আরবের এমন সিদ্ধান্ত।
তাই এ মৌসুমে কোন দেশ থেকে হজযাত্রী যেতে পারবেন না। তবে চলতি বছর হজে যাওয়ার জন্য যারা নিবন্ধন করেছেন এবং টাকা জমা দিয়েছেন তারা চাইলে তাদের জমা দেওয়া টাকা যে কোনও সময় ফেরত নিতে পারবেন। আজ ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. নুরুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার (২৩ জুন) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘টাকা ফেরত নিয়ে কোনও হয়রানির সুযোগ নাই। টাকা উত্তোলনে কারও সমস্যা যাতে না হয় সে বিষয়টা বিশেষভাবে নজর রাখবে ধর্ম মন্ত্রণালয়। যে কেউ হজে যেতে না চাইলে তিনি তার জমা দেওয়া টাকা ফেরত পাবেন।’
এসময় ব্যাংকে টাকা সঠিকভাবে গচ্ছিত রয়েছে বলেও জানান ধর্ম মন্ত্রণালয়ের সচিব। হজে যেতে ইচ্ছুকদের ভয় নেই বলেও জানান তিনি।
তিনি বলেন, 'কেউ টাকা রেখে দিলে তিনি অগ্রাধিকার ভিত্তিতে আগামী বছর হজে যেতে পারবেন। আগামী বছরের হজ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে সভা করে সিদ্ধান্ত নিয়ে তা সবাইকে জানানো হবে।'
উল্লেখ্য, এ বছর বাংলাদেশ থেকে হজে যেতে ৬৪ হাজার ৫৯৪ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন তিন হাজার ৪৫৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন ৬১ হাজার ১৩৭ জন।