সাননিউজ ডেস্ক: চলতি মাসে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রম শেষ হওয়ার কথা ছিল আজ। তবে এ কার্যক্রম আরও ৪ দিন বাড়িয়ে ২৬ ফেব্রুয়ারি (শনিবার) পর্যন্ত করা হয়েছে।
টিসিবি জানায়, মঙ্গলবার টিসিবির চলতি মাসের কার্যক্রম শেষ হওয়ার কথা থাকলেও সেটি ৪ দিন বাড়িয়ে শনিবার পর্যন্ত করা হয়েছে। চলতি ২০২১-২২ অর্থবছরে আষ্টম বারের মতো এ কার্যক্রম চলছে।
আরও পড়ুন: সম্পর্ক নতুন উচ্চতায় নিতে সম্মত ভারত
এর আগে গত ২৭ জানুয়ারি টিসিবির ট্রাকে বিক্রি কার্যক্রম বন্ধ হয়। যা ৬ দিন বাদে আবার শুরু হয় ২ ফেব্রুয়ারি।
দেশের সব মহানগর, জেলা ও উপজেলার ডিলার পয়েন্টে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকে করে পেঁয়াজ, মসুর ডাল, চিনি ও সয়াবিন তেল বিক্রি করা হচ্ছে।
সাননিউজ/জেএস