সাননিউজ ডেস্ক: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় শহীদ মিনারসহ সারাদেশে সর্বোচ্চ নিরাপত্তায় নিয়োজিত থাকবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন রোববার (২০ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা নিশ্চিত করেন।
আরও পড়ুন: একুশে পদক পেলেন ২৪ গুণীজন
ডিজি বলেন, কোনো প্রকার সুনির্দিষ্ট হুমকি নেই। তবে যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছে র্যাব। তাছাড়া দিবসটি ঘিরে সামাজিক যোগাযোগ (ফেসবুক, টুইটার, ইন্সট্রাগ্রাম) মাধ্যমেও থাকবে কড়া নজরদারি।
সাননিউজ/জেএস