নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কিছু এলাকায় আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
তিতাস জানায়, গ্যাস সরবরাহ লাইন প্রতিস্থাপনের কাজের কারণে রাজধানীর বেশ কিছু এলাকায় সব শ্রেণির গ্রাহকদের ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ থাকবে না।
যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে:
হাতিরপুল, সার্কুলার রোড, ফ্রি স্কুল স্ট্রিট, গ্রিন রোড, কাঁঠালবাগান, পূর্ব রাজাবাজার, পশ্চিম রাজাবাজার, শুক্রাবাদ, ইন্দিরা রোড ও তৎসংলগ্ন এলাকা।
আরও পড়ুন: সারের দাম বাড়ানোর প্রস্তাব আসেনি
এদিকে আজ রাত নয়টার পর থেকে ওইসব এলাকায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলেও জানিয়েছে তিতাস।
সাননিউজ/এমএসএ