নিজস্ব প্রতিবেদক: বান্দরবানের রুমা উপজেলায় সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্রপরিষদ।
সোমবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি করা হয়েছিল পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে। কিন্তু সন্তু লারমা এখনো তাদের অবৈধ অস্ত্রের মাধ্যমে চুক্তিবিরোধী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাদের এ অবৈধ অস্ত্র ব্যবহারের ফলে দেশপ্রেমিক সেনাবাহিনী থেকে শুরু করে সাধারণ জনগণও হত্যাকাণ্ড থেকে বাদ যাচ্ছে না।
বক্তারা আরও বলেন, সন্তু লারমা যেহেতু চুক্তির ধারা ভেঙে পাহাড়ে এখনো অবৈধ অস্ত্রের কার্যক্রম চালাচ্ছে, সেহেতু পার্বত্য চুক্তি মূল্যহীন প্রমাণিত হয়েছে।
সাননিউজ/জেএস