সাননিউজ ডেস্ক: দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট পীর হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ ও র্যাব মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
আইজিপি এক শোক বার্তায় বলেন, পীর হাবিবুর রহমান দেশে আধুনিক সাংবাদিকতার ক্ষেত্রে এক পুরোধা ব্যক্তি ছিলেন। তার মৃত্যুতে সাংবাদিকতা জগতে এক অপূরণীয় ক্ষতি হয়েছে।
ডিজি তার শোক বার্তায় বলেন, পীর হাবিবুর রহমান ছিলেন দেশে আধুনিক সাংবাদিকতায় একজন অনন্য ব্যক্তিত্ব। তার মৃত্যুতে বাংলাদেশের সাংবাদিকতার জগতে অপূরণীয় ক্ষতি হয়েছে। দেশে সাংবাদিকতার উন্নয়ন ও প্রসারে তার ভূমিকার কথা গণমাধ্যমকর্মীরা চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবেন।
আইজিপি ও র্যাব মহাপরিচালক মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সবার প্রতি গভীর সমবেদনা জানান।
প্রসঙ্গত, শনিবার বিকেল ৪টা ৮ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাংবাদিক পীর হাবিবুর রহমান।
সাননিউজ/জেএস