নিজস্ব প্রতিবেদক: আসন্ন সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে শনিবার মধ্যরাতে। শেষ মুহূর্তের প্রচারণায় ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা।
এদিকে সপ্তম ধাপের ভোটের মধ্যমে ইউপির ধারাবাহিক নির্বাচন শেষ হবে। এরপর নির্বাচন উপযোগী ইউপিগুলোতে বিচ্ছিন্নভাবে ভোটগ্রহণ হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
অপরদিকে ২৯ ডিসেম্বর এক তফসিলে ৭ ফেব্রুয়ারি ১৩৮ ইউপিতে ভোটের ঘোষণা দেয় কমিশন। এই ধাপে দেশের মোট ১৩৮টি ইউনিয়নে ভোট হবে।
আরও পড়ুন: সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত বাংলাদেশ
প্রসঙ্গত, ইতোমধ্যে ইউপি নির্বাচনের সাত ধাপের মধ্যে ৬ষ্ঠ ধাপ সম্পন্ন হয়েছে। ৫ জানুয়ারি অনুষ্ঠিত হয় ৫ম ধাপের নির্বাচন, ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হয় ৬ষ্ঠ ধাপের নির্বাচন।
সাননিউজ/এমএসএ