নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন নিয়োগ আইনের বিল আগামীকাল রোববার (২৩ জানুয়ারি) জাতীয় সংসদের উঠছে। আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক সংসদে বিলটি উত্থাপন করবেন। পরে এটি আইন, বিচার ও সংসদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হবে।
জানা যায়, সংসদীয় কমিটির রিপোর্টের জন্য বিলটিতে সময় খুব কম দেওয়া হবে। একইসঙ্গে যত দ্রুত সম্ভব বিলটি পাস করা হবে। এটি পাস হওয়ার পরেই নতুন নির্বাচন কমিশনের আলোকে নিয়োগ করা হবে।
এর আগে চলতি মাসেরর ১৭ জানুয়ারি আইনটি মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়। সেদিন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগদানে একটি অনুসন্ধান কমিটি গঠন করা হবে।
তিনি জানান, ইসি ও সিইসি হতে হলে তাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। বয়স অন্তত ৫০ বছর হতে হবে। একইসঙ্গে কোনও গুরুত্বপূর্ণ সরকারি, আধা সরকারি, বেসরকারি কিংবা বিচার বিভাগীয় পদে অন্তত ২০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
সাননিউজ/এমএসএ