নিজস্ব প্রতিবেদক: ঢাকা থেকে বরগুনা যাওয়ার পথে ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম মনিকা রানি (৪০)।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন এই ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এসএম আইউব হোসেন তিনি বলেন। মনিকা রানীর শরীরে ৩০ শতাংশ পুরে গিয়েছিল। বরগুনা সদর ফুলঝুরি গ্রামের বমকিম মজুমদারের স্ত্রী।
প্রসঙ্গত, গত ২৩ ডিসেম্বর রাতে ঢাকা থেকে বরগুনা যাওয়ার পথে অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত ৪৭ জনের মৃত্যু হয়। এখনো কয়েকজন নিখোঁজ রয়েছেন। লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নৌ আদালতে করা মামলায় তিন মালিক ও চার মাস্টার-চালককে গ্রেপ্তার করা হয়েছে।
সাননিউজ/এমআর