দেশে করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে আবারও ভার্চুয়াল পদ্ধতিতে আদালত পরিচালনা শুরু করা হতে পারে বলে আভাস দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) আপিল বিভাগের বিচারিক কার্যক্রম শুরু হলে প্রধান বিচারপতি এ কথা বলেন।
ভার্চুয়ালি আদালত পরিচালনায় মামলা বেশি নিষ্পত্তি হয় বলেও জানান হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি বলেন, ভার্চুয়ালি মামলা যে কম নিষ্পত্তি হয় তা কিন্তু নয়, ভার্চুয়ালি বেশিই নিষ্পত্তি হয়।’
২০২০ সালের ১১মে থেকে দেশে প্রথমবারের মতো সীমিত পরিসরে চালু হয় ভার্চুয়াল আদালত। করোনা ধাক্কায় দেশজুড়ে লকডাউন শুরু হলে ২০২০ সালের ৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ- ২০২০ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এরপরে ৯ মে ভার্চুয়াল উপস্থিতিকে স্বশরীরে উপস্থিতি হিসেবে গণ্য করে অধ্যাদেশটি জারি করেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। এর একদিন পর ১০ মে ভার্চুয়াল আদালত পরিচালনা সংক্রান্ত নির্দেশনা জারি করে উচ্চ আদালত।
সাননিউজ/এমএসএ