তিনদিন ব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হচ্ছে আজ। মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে এ সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মন্ত্রিপরিষদ বিভাগের তথ্যমতে, করোনা মহামারির কারণে দীর্ঘ আড়াই বছর পর ডিসি সম্মেলন হচ্ছে। চলতি বছরের ১১, ১২ ও ১৩ জানুয়ারি সম্মেলনের তারিখ নির্ধারিত হলেও পরে তা পিছিয়ে ১৮, ১৯ ও ২০ জানুয়ারি (মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার) নির্ধারণ করা হয়।
জানা যায়, এবারের সম্মেলনে জেলা প্রশাসকদের প্রতি সর্বত্র সুশাসন প্রতিষ্ঠায় কঠোর মনোভাব প্রদর্শনের নির্দেশনা থাকবে। একইসাথে চলমান চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলায় সক্ষমতা অর্জন করতে ডিসিদের প্রতি দিক নির্দেশনা থাকবে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, এবারের সম্মেলনে দেশের ৬৪ জেলার ডিসি ও ৮ বিভাগের বিভাগীয় কমিশনার অংশ নেওয়ার প্রস্তুতি নিলেও ৫ জেলার ডিসি ও ২ বিভাগের বিভাগীয় বিভাগীয় কমিশনার অংশ নিতে পারছেন না। তারা করোনায় আক্রান্ত।
প্রসঙ্গত, সবশেষ ২০১৯ সালের ১৪ থেকে ১৮ জুলাই পর্যন্ত মোট ৫দিন জেলা প্রশাসক সম্মেলন হয়েছে। এরপর করোনাভাইরাসের কারণে গত দুই বছর (২০২০ ও ২০২১) জেলা প্রশাসক সম্মেলন হয়নি।
সাননিউজ/এমএসএ