সরকার এখনো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা ভাবছেন না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
রবিবার (১৬ জানুয়ারি) সাভারের পোস্টাল ট্রেনিং সেন্টারে (পিটিসি) সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ বিষয়ে কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, দেশে টিকাদান কর্মসূচি জোরদারভাবে চলছে। শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিও চলছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হলে টিকাদানে ভাটা পড়ার আশঙ্কা রয়েছে।
তিনি বলেন, আমরা গভীরভাবে বর্তমান বিষয়টি পর্যবেক্ষণ করছি। তবে এখনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে সংক্রমণের খবর পাইনি। স্বাস্থ্য অধিদপ্তরও বিষয়টি খুব নজরে রাখছে। আমরা জাতীয় পরামর্শক কমিটির সাথেও যোগাযোগ রাখছি। এখন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা ভাবছি না।
তিনি আরও বলেন যতদূর সম্ভব জীবন স্বাভাবিক রেখে স্বাস্থ্যবিধি মেনেই করোনা মোকাবিলা করতে হবে। এটাই আমাদের সিদ্ধান্ত। তবে যদি বড় প্রয়োজন দেখা দেয়, তখন বিষয়টি দেখা হবে।
সাননিউজ/এমএসএ