রাজধানীতে রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ২০ বছর।
শনিবার (১৫ জানুয়ারি) রাজধানীর মহাখালীতে দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।
তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে রাত ১টার দিকে ঘটনাস্থল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, রাস্তা পারাপারের সময় দ্রুতগামী অজ্ঞাত একটি বাস তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই ওই যুবক মারা যান। আমরা বাসটিকে শনাক্তের চেষ্টা করছি। নিহত যুবকের গায়ে লাল টি-শার্ট ও হালকা খয়েরি চেক ফুল প্যান্ট ছিল।
সাননিউজ/এমএসএ