নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তর বাড্ডায় একটি বাসার দ্বিতীয় তলার ছাদ থেকে নিচে পড়ে সুবর্ণা বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় উত্তর বাড্ডার ভাওয়ালী পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত সুবর্ণা মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার বালিয়াগাঁও গ্রামের সিএনজি চালক মোঃ মফিজ গাজীর স্ত্রী। তিনি দুই মেয়ে এক ছেলের জননী ছিলেন।
মৃত সুবর্ণা বেগমের মেয়ে মিতু আক্তার জানান, ওই ভবনের নিচতলায় আমরা পরিবারসহ ভাড়া থাকি। বাসার অনেকেই রোদ পোহাতে ছাদে যায়। আম্মা প্রতিদিনের ন্যায় আজ ও ছাদে রোদ পোহাতে উঠছিলেন। ছাদের রেলিংগুলো পুরোপুরি তৈরি করা হয়নি। শুধু বাঁশ দিয়ে রেলিং করে রাখা হয়েছে। আম্মা হঠাৎ অসাবধানতাবশত উপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়েছেন। পরে সেখান থেকে পৌনে ১টা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।
ওই ভবনের বাড়ির মালিক মোহাম্মদ আসাদ জানান, দুই তলার ছাদ নির্মাণাধীন অবস্থায় ছিল। সেখানে বাঁশের রেলিং দিয়ে দেওয়া হয়েছিল।
এদিকে, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
সান নিউজ/এমকেএইচ