রাজধানী প্রতিনিধি: রাজধানীতে পৃথক ঘটনায় ভবন থেকে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা হচ্ছেন, রামপুরায় নির্মাণ শ্রমিক আব্দুল কাদের (২২) ও কদমতলীতে মো. মামুন (১৮)।
মঙ্গলবার (১১ জানুয়ারী) বিকালে এ ঘটনা দুটি ঘটে।
পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে সাড়ে সাতটা থেকে আটটা এই আধা ঘণ্টা ব্যাবধানে দু’জনকেই মৃত ঘোষণা করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে।
রামপুরায় মৃত আব্দুল কাদেরের চাচাতো ভাই নুর নবী জানান, ওয়াবদা রোডে একটি নির্মাণাধীন ভবনে কাজ করতেন কাদের। সেখানে কাজ শেষে গোসল করার জন্য বেজ মেন্টে অপেক্ষা করার সময়ে পা পিছলে পড়ে গিয়ে মাথায় আঘাত প্রাপ্ত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে রাত ৮টায় মৃত ঘোষণা করেন।
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার জয়া গ্রামের আব্দুল সাদেক খা’য়ের ছেলে আব্দুল কাদের।
অপর দিকে, একই দিন বিকালে মাতুয়াইল মেডিকেলের সামনে একটি নির্মাণাধীন ভবনের ২য় তলায় নির্মাণ সামগ্রী (বাশ কাঠ) উঠানোর সময় অসাবধানতাবশত উপর থেকে নিচে পড়ে যান নির্মাণ শ্রমিক মামুন। সেখান থেকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সাড়ে সাতটায় মৃত ঘোষণা করেন।
এসব তথ্য জানিয়েছেন মৃতের চাচতো ভাই আতিকুর রহমান।
লালমনিরহাট জেলার, হাতীবান্ধা উপজেলার মো. মন্টু মিয়ার ছেলে মামুন। তিন ভাই এক বোনের মধ্যে সে ছিল তৃতীয়।
সান নিউজ/এনএএম