মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
জাতীয় প্রকাশিত ১০ জানুয়ারী ২০২২ ১০:০৯
সর্বশেষ আপডেট ১০ জানুয়ারী ২০২২ ১০:০৯

রাজধানীতে সৌদি প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শ্যামপুরে সৌদি প্রবাসীর স্ত্রীর সেতু রানী ঘোষ (২৮) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত সেতু রানী ঢাকার দয়গঞ্জের বাসিন্দা সৌদি প্রবাসী অজিত ঘোষ রনির স্ত্রী। তার বাবার নাম শিবু ঘোষ।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন শ্যামপুর থানার উপ-পরিদর্শক এসআই সজীব সাহা। তিনি বলেন, মৃত সেতু রানী ঘোষের স্বামী সৌদি আরবে থাকেন। প্রাথমিকভাবে জানতে পেরেছি তিনি শ্যামপুর ফরিদাবাদ শাশুড়ি পূর্ণিমা ঘোষের সঙ্গে একটি বাসায় ভাড়া থাকতেন।

পারিবারিক কলহে রোববার বিকেলে সবার অগোচরে শয়ন কক্ষে ফ্যানের সাথে কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস দেন। সেখান থেকে স্বজনরা উদ্ধার করে গেন্ডারিয়া আজগরিয়া হাসপাতালে নিয়ে গেলে রাত ৯ টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে রোববার দিবাগত রাত ১ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয় পুলিশ। ময়নাতদন্ত রিপোর্ট পেলে ও তদন্ত সাপেক্ষে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে বলেও জানান তিনি।

মৃত সেতু রানী ঘোষের রড় ভাই পীযূষ ঘোষ অভিযোগ করেন, সাত বছর পূর্বে অজিত ঘোষ রনির সঙ্গে পারিবারিকভাবে বিবাহ হয়। তাদের ঘরের ৬ বছর বয়সী শ্রুতি ঘোষ রাশি নামের এক কন্যা সন্তান রয়েছে। বোনের স্বামীর দেশের বাইরে থাকায় বোনের শাশুড়ি পূর্ণিমা রানী ও ননদ সম্পা রানীসহ সাংসারিক ছোটখাটো বিষয় নিয়ে তার উপরে বিভিন্ন সময় মানসিক নির্যাতন করে আসছিল। এই নির্যাতন সহ্য না করতে পেরে তার বোন আত্মহত্যা করেছেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মী কারাগারে

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষা...

আমাকে নিয়ে অপপ্রচার করা হচ্ছে: টিউলিপ

যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি ও সাবেক ‘সিট...

এস.এস.সি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ

লক্ষ্মীপুরে তীব্র তাপপ্রবাহে এস.এস.সি পরীক্ষার্থীদ...

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মী কারাগারে

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা