নিজস্ব প্রতিবেদক:
করোনা কালীন এই সময়ে সামাজিক কার্যক্রমও সমান তালে করছে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের কর্মকর্তারা। আজ (১৬ জুন) রাজধানীর রমনা পার্কে বৃক্ষরোপন কর্মসূচী পালন করেছেন তারা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশিত দেশব্যাপী “গাছ লাগাও পরিবেশ বাঁচাও” স্লোগানকে ধারণ করে মঙ্গলবার দুপুরে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে গাছ লাগান স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ ও প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপন।
নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী বন্জ, ফলজ ও ঔষধি এই তিন ধরণের গাছ দেশব্যাপী রোপন করার যে ঘোষণা দিয়েছেন, তা বাস্তবায়ন করার লক্ষ্যেই স্বেচ্ছাসেবক লীগ এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই কার্যক্রমের আওতায় দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে এই বৃক্ষরোপন কার্যক্রম চলছে।
সান নিউজ